দ্য ওয়াল ব্যুরো: ইংলিশ প্রিমিয়ার লিগের (Premier League) মরশুম সবে শুরু হয়েছে। প্রথম পাঁচ ম্যাচের প্রতিটিতেই জয় ছিনিয়ে নেওয়ার পর অপ্রতিরোধ্য দেখাচ্ছিল যে লিভারপুলকে, তারাই কিন্তু গত দু’টি ম্যাচ হেরে কিছুটা হলেও ফাঁপরে। অ্যানফিল্ডের (Anfield) অন্দরে ইতিমধ্যেই চাপের হাওয়া বইতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আজ স্ট্যামফোর্ড ব্রিজে (Stamford Bridge) চেলসির (Chelsea) মুখোমুখি লিভারপুল (Liverpool)। লিগ টেবিলে শীর্ষে। কিন্তু পয়েন্ট হাতে এলেও পারফরম্যান্স কিন্তু গেলবারের গ্রাফ ধরে রাখতে ব্যর্থ!