দ্য ওয়াল ব্যুরো: বিহারে নির্বাচনের (Bihar Election) তারিখ ঘোষণার আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) শেষ হয়েছে। এবার সেই প্রক্রিয়া শুরু হচ্ছে দক্ষিণ ভারতে। শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানায়, তামিলনাড়ুতে (Tamil Nadu) আগামী এক সপ্তাহের মধ্যেই শুরু হবে এসআইআর (SIR)। ফলে স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছে— বাংলাতেও কি খুব শিগগিরই শুরু হবে বিশেষ নিবিড় সমীক্ষা?