দ্য ওয়াল ব্যুরো: জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশ মেনে আজ থেকেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR West Bengal) কাজ। এই ঘোষণার পরই সর্বদল বৈঠক ডেকেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO West Bengal) মনোজকুমার আগরওয়ালের দফতর। সোমবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলিকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার অর্থাৎ আজ বিকেল ৪টেয় ওই বৈঠক হবে সিইও-র দফতরে।