দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই বাংলা-সহ পাঁচ রাজ্যে ভোট (Assembly Election)। সেদিকে লক্ষ্য রেখে বিহারের পর এবার বাংলা (West Bengal)-সহ ১২ রাজ্যে শুরু হচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া-ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। সেই সূত্রেই সোমবার রাত ১২টা বাজতেই ‘ফ্রিজ’ (Friz) হয়ে যাবে পুরনো ভোটার তালিকা (Old voter list )। অর্থাৎ রাত ১২টার পর থেকে আর কেউ পুরনো তালিকায় কোনও পরিবর্তন আনতে পারবেন না।