দ্য ওয়াল ব্যুরো: বিহারের কায়দায় বাংলায় তাড়াহুড়ো করে নিবিড় ভোটার সংশোধনীর (SIR) কাজ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) ইস্যুতে উত্তাল জাতীয় থেকে রাজ্য রাজনীতি। ইতিমধ্যে বিহারে ৬৫ লক্ষের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক। এরই মধ্যে আবার বাংলায় (West Bengal) এসআইআর হতে পারে, এমন সম্ভাবনা প্রবল। সেই নিয়ে প্রতিবাদ-বিক্ষোভে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। শুক্রবার দিল্লিতে সংসদের বাইরে এই ইস্যুতে বিক্ষোভ করেছে বাংলার শাসক দল। প্রতিবাদে সামিল ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhisekh Banerjee)।
দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (Systematic Investigation of Roll) ঘিরে বিতর্ক চলাকালীনই রাজ্যের ২৪ জেলায় ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। যদিও ৯৫ শতাংশ জেলা করলেও ৫ শতাংশ জেলা বাকি রয়েছে। নাম যাচাই করে নিতে ঢুকতে হবে এই সাইটে https://ceowestbengal.nic.in/roll_dist ।
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় সেই কাজে যুক্ত সরকারি কর্মচারীরা নির্বাচন কমিশনের প্রশাসনিক নিয়ন্ত্রণের মধ্যে থাকবেন। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে লেখা এক চিঠিতে মঙ্গলবার এই কথা জানিয়ে দেওয়া হয়েছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বিতর্কে রাজ্য প্রশাসনের তরফে সরকারি কর্মচারীদের অভয় দিয়ে বলা হয়েছে ওই কাজের সময় সরকারি কর্মচারীরা কমিশন নয়, রাজ্য সরকারের প্রশাসনিক এক্তিয়ারের অধীনে থাকবেন।
দ্য ওয়াল ব্যুরো: রবিবারের আড্ডা। বেলা গড়িয়ে তখন দুপুর সাড়ে ১২টা হবে। মুকুন্দপুরে পল্টুর চায়ের দোকানের পিছনে আড্ডা ততক্ষণে জমজমাট। বিধান মণ্ডল (নাম পরিবর্তিত) বেঞ্চের উপরই পা গুটিয়ে বাবু হয়ে বসে আছেন। এক সময়ে চুটিয়ে পার্টির কাজ করতেন। এখন অফিস আর সংসারের চাপে অতটা সময় দিতে পারেন না। দল ক্ষমতায় নেই কতদিন হয়ে গেল। তবে মেজাজটা রয়ে গেছে। মুঠো বন্ধ করে সিগারেটে টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া ছাড়ার অভ্যেসটা যায়নি।
দ্য ওয়াল ব্যুরো: সরকারি হিসাবে বাংলার ২২ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক হিসাবে রাজ্যের বাইরে কাজ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা হল, ভোটার তালিকায় (Voter list) নিবিড় সংশোধনের (SIR) নামে এই পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়ার চেষ্টা হতে পারে। তাই তাঁদের যেমন ফেরানোর চেষ্টা শুরু করেছেন তিনি, তেমনই বিএলও (BLO) বুথ লেভেল অফিসারদের উদ্দেশে বলেছেন, কেউ চার দিন বাড়িতে না থাকলে যেন তাঁর নাম কাটা না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পরিযায়ী শ্রমিকদের (mamata chidambaram voter list sir migrant workers rights) ব্যাপারে যে উদ্বেগ প্রকাশ করেছেন, ঠিক সেই একই উদ্বেগ জানিয়েছেন প্রবীণ
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে বৃহত্তর বিরোধী জোট ভাঙার পিছনে তৃণমূলের ভূমিকা নিয়ে অতীতে বার বার প্রশ্ন উঠেছে। যে কারণে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে মনে করেন বা অভিযোগ করেন, বিজেপির সঙ্গে সেটিং রয়েছে তৃণমূলের। বামেদের কেউ কেউ খোঁচা দিয়ে বলেন, বিজেমূল। অথচ ভোটার তালিকা সংশোধন (voter list revision) নিয়ে তৃণমূল যখন নির্বাচন কমিশনের (Election commission) বিরুদ্ধে সব শক্তি দিয়ে প্রতিবাদে নেমেছে, তখন সবচেয়ে বড় বন্ধু হয়ে যেন পাশে দাঁড়াচ্ছে কংগ্রেস। শনিবার দিল্লিতে রাহুল গান্ধী (Rahul Gandhi) ফের জানিয়েছেন, খুব শিগগির বোমা ফাটাবেন তিনি। তাঁর দাবি, লোকসভা ভোটে রিগিং হয়েছে। খুব কম করে ৭
দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR) নিয়ে উত্তাপ আরও বাড়ছে রাজ্য রাজনীতিতে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু হয়নি, তবে এর সম্ভাবনা ঘিরে শুরু হয়েছে চাপানউতোর। এরই মাঝে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলও (BLO)-দের উদ্দেশে বার্তা দিয়েছেন, যাতে কেউ ভোটার তালিকা (Voter List) থেকে বাদ না পড়ে। তাঁর সাফ নির্দেশ, নাম বাদ যাওয়ার কোনও ঘটনা যেন না ঘটে।
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision - SIR) কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করতে রাজ্যগুলিকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি দিয়ে জানুয়ে দেওয়া হয়েছে গোটা দেশে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চলবে। এর প্রথম ধাপে বিহারে ইতিমধ্যেই ১ জুলাই, ২০২৫ থেকে সংশোধন শুরু হয়েছে।