দ্য ওয়াল ব্যুরো: বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধনের বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশন বিরাট সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, বিহার ভোটের পরপরই রাজ্য ধরে ধরে শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধনের কাজ। যার জন্য রাজ্যগুলির মতামত নেওয়ার জন্য আগামী ১০ সেপ্টেম্বর দিল্লিতে একটি বিশেষ বৈঠক ডেকেছে কমিশন।