দ্য ওয়াল ব্যুরো: সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে (CEO West Bengal) সাংবাদিকদের ঢুকতে বাধা দেওয়ার বিরক্ত প্রকাশ করলেন সিইও মনোজ আগরওয়াল (Manoj Agarwal)। সূত্রের খবর, অসন্তোষের কথা জানিয়ে এদিন কলকাতার পুলিশ কমিশনার (Police Commissioner) মনোজ ভার্মাকে (Manoj Verma) একটি মেসেজও পাঠিয়েছেন সিইও।