দ্য ওয়াল ব্যুরো: জ্যোতিষশাস্ত্রে এক বিরল ও অত্যন্ত শুভ যোগের আগমন ঘটেছে। বর্তমানে মঙ্গল ও বুধের বিশেষ মিলনে তৈরি হয়েছে ‘রুচক রাজযোগ’ (Ruchak Rajyog 2025), যার প্রভাবে চারটি রাশির জাতক-জাতিকার (Horoscope) জীবনে আসতে চলেছে অভাবনীয় আর্থিক সমৃদ্ধি। গ্রহের এই অবস্থানগত পরিবর্তন বহু প্রতীক্ষিত ছিল। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই সংযোগ শুধুই একটি যোগ নয়, বরং ভাগ্য পরিবর্তনের এক মাহেন্দ্রক্ষণ, যেখানে অর্থবৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়েছে।