প্রতীতি ঘোষ, ব্যারাকপুর
কল্যাণী এক্সপ্রেসওয়ে। চওড়া, ঝকঝকে মসৃণ রাস্তা। কিন্তু সেই রাস্তাই হয়ে উঠছে মৃত্যুফাঁদ। রাস্তা উন্নত হলেও, গতির নেশায় দিনের পর দিন বাড়ছে দুর্ঘটনা। প্রাণ যাচ্ছে মানুষের। আর তাই এবার বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণে আনতে নতুন অস্ত্র নিয়ে পথে নেমেছে ট্রাফিক পুলিশ।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চালু হল অত্যাধুনিক স্পিড লেজার গানের ব্যবহার। এক্সপ্রেসওয়ের উপর পাঁচটি ট্রাফিক গার্ডকে দেওয়া হয়েছে স্পিড লেজার গান। তাদেরই মধ্যে আতপুর সাব ট্রাফিক গার্ড এই মুহূর্তে বাসুদেবপুর মোড়ে সক্রিয়ভাবে গাড়ির গতি পরীক্ষা চালাচ্ছে।