দ্য ওয়াল ব্যুরো: চারপাশে কান্না আর হাহাকার। তার মাঝেই পরতে পরতে খুলে আসছে একটি করে হৃদয়বিদারক কাহিনি। সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম, অবধিবেন প্যাটেল। ৪০ বছর বয়সি এই মহিলা এই প্রথম তাঁর আট বছরের ছেলে মীরকে একা রেখে ইংল্যান্ড থেকে এসেছিলেন ভারতে, অসুস্থ মায়ের দেখাশোনার জন্য। কিন্তু সেখান থেকে ফেরাই তাঁর জীবনের শেষ সফর হয়ে দাঁড়াল।