দ্য ওয়াল ব্যুরো: ৮৮ বছর। ৪ হাজার ৩২১ ম্যাচ। ৪৪খানা মেজর টাইটেল। ১৮টি ইউরোপীয় ট্রফি। আর এত বছর বাদে, এতকিছুর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্দরে তালভঙ্গের পরিস্থিতি!
আগামী কয়েকদিনের মধ্যে শুরু হতে চলা প্রিমিয়ার লিগ মরসুমে এক ঐতিহাসিক ধারাবাহিকতা ভেঙে যেতে পারে। ১৯৩৭ সালের অক্টোবরে শুরু হওয়া এই রেকর্ড অনুযায়ী, টানা ৪,৩২১ ম্যাচে ইউনাইটেডের প্রথম একাদশে তাদের নিজস্ব একাডেমি থেকে উঠে আসা অন্তত একজন ফুটবলার জায়গা করে নিয়েছেন। এই সময়ে ক্লাব জিতেছে একের পর এক খেতাব। স্যার অ্যালেক্স ফার্গুসনের ছত্রচ্ছায়ায় থাকা ক্লাব ঘরোয়া লিগ দাপটের সঙ্গে শাসন করেছে।