দ্য ওয়াল ব্যুরো: প্রিমিয়ার লিগে একের পর এক লিলিপুট দল এসে ওল্ড ট্র্যাফোর্ডে দাদাগিরি দেখাচ্ছে, ছিনিয়ে নিচ্ছে তিন পয়েন্ট, খেলোয়াড়রা অসন্তুষ্ট, কেউ ট্রেনিংয়ে আসছেন না, কেউ ম্যানেজারের মুখের উপর কথা বলছেন, প্রকাশ্যে সমালোচনা করছেন, গ্যালারির ছাদ ছাদ ভেঙে চুঁইয়ে চুঁইয়ে ঝরে পড়ছে বর্ষার জল—এই সমস্ত ছবি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে ঠিক মানানসই নয়!