চার হাজার হোক বা দশ হাজার—টিকিটের দামে ফারাক ছিল, কিন্তু প্রত্যাশার ওজন ছিল একদম সমান। মাসের পর মাস ধরে বুকের ভিতর গচ্ছিত রাখা একটি স্বপ্নই সবার—চোখের সামনে, মাত্র এক মুহূর্তের জন্য হলেও, দেখা যাবে লিয়োনেল মেসিকে (lionel messi, messi in kolkata)। সেই আবেগ নিয়েই হাজার-হাজার মানুষ ঢুকেছিলেন যুবভারতীর গ্যালারিতে। যেদিনটা হওয়ার কথা ছিল উৎসবের, স্মৃতির, আনন্দের—সেদিনই শহরের হৃদপিণ্ডে নেমে এল বিশৃঙ্খলার অস্বস্তিকর ছায়া। মুহূর্তের মধ্যে উল্টে গেল সব হিসেব। মাঠে ছিলেন মেসি, কিন্তু গ্যালারির মানুষগুলো রইলেন বঞ্চিত—এক ঝলক দেখার সৌভাগ্যও হল না।
#REL