দ্য ওয়াল ব্যুরো: মাঠে একজন ক্রিকেটার অনেক কিছু বাজি রেখে খেলতে পারেন। সেটা হতে পারে নিজের কেরিয়ার, স্কিল, ফিটনেস… অনেক কিছু। কিন্তু ১৯ জানুয়ারি, ২০২১ সালে অস্ট্রেলিয়ার ব্রিসব্রেনে চেতেশ্বর পূজারা মাঠে নেমেছিলেন নিজের শরীরকে সামনে ঠেলে। ‘জানকবুল লড়াই’ আর প্রতীক কিংবা রূপক নয়, হয়ে উঠেছিল আক্ষরিক, আভিধানিক!
ব্রিসবেনের গাব্বা নিছক ময়দান নয়। অস্ট্রেলিয়ার দুর্গ। যেখানে ৩২ বছর ধরে কেউ অজিদের হারাতে পারেনি। সিরিজ ১-১ সমতায়। শেষ টেস্ট। সমীকরণ অসম্ভবের কাছাকাছি—ভারতকে জিততে হলে শেষ দিনে চাই ৩২৮ রান। রঙিন ক্রিকেটের যুগে এই লড়াই হয়ে ওঠে ক্লাসিক দ্বৈরথ।