দ্য ওয়াল ব্যুরো: ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ (Workload Management)। এই একটি শব্দবন্ধ আজকাল মোটামুটি ক্রিকেট জানা লোকজনের মুখে মুখে ঘুরছে। যার আড়ালে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় পেসারের কেরিয়ার চোট-আঘাতে জর্জরিত। বর্ডার-গাভাসকর ট্রফিতে (BGT) পিঠে চোট পান। সিডনি টেস্টে মাঠে নামতে পারেননি। আইপিএলে (IPL) ফিরে আসেন। ইংল্যান্ড সফরে (England Series) দলে জায়গা পেলেও আগাম জানিয়ে দেওয়া হয়, বুমরাহ পাঁচের বদলে সর্বোচ্চ তিনটি টেস্ট খেলবেন।
দ্য ওয়াল ব্যুরো:টিম ইন্ডিয়া এখন ব্যস্ত ইংল্যান্ড সফরের শেষ টেস্ট খেলতে। ওভাল টেস্টে জসপ্রীত বুমরাহকে ছাড়াই নেমেছে ভারত। ভারতীয় দলের এই স্পিডস্টার টিম ইন্ডিয়া শিবিরও ছেড়ে দিয়েছেন। আগেই অবশ্য জানানো হয়েছিল, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে পাঁচ টেস্টের সিরিজে তিনটি ম্যাচ খেলবেন বুমরাহ। সেই অর্থে ওভালের আগেই তাঁর তিনটি
দ্য ওয়াল ব্যুরো: নিজেদের ফিটনেসের (Fitness) ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের (Workload Management) দায়িত্ব ক্রিকেটারদের নিজেদেরই নিতে হবে। যাঁরা সিরিজের প্রতিটি ম্যাচ খেলতে পারবেন, একমাত্র তাঁরাই টিমে জায়গা পাবেন। এর জন্য প্রয়োজন পড়লে নির্বাচকরা খেলোয়াড়দের সঙ্গে আলাদা করে কথা পর্যন্ত বলবেন!
ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের লড়াই (Eng vs Ind) এখনও শেষ হয়নি। এরই মধ্যে ভারতীয় পেসারদের উদ্দেশে কড়া বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। জোর দেওয়া হল ফিটনেসে। স্পষ্ট বার্তা: শরীর সামলাতে হবে নিজেদেরই। নইলে ভবিষ্যতের সিরিজে দলে সুযোগ পাওয়া কঠিন হতে পারে!
দ্য ওয়াল ব্যুরো: শুভমান গিল (Shubhman Gill), গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও সিতাংশু কোটাক (Sitangshu Kotak) কাল ওভালের (Oval Test) পিচের সামনে দাঁড়িয়েছিলেন। পর্যবেক্ষণ করছিলেন বাইশ গজে ঘাস আছে কি না। হতে পারে সেটা বোলার বাছাইয়ের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু তারপরই তিনজনের নজর চলে যায় দূরে। যেখানে আলাদা করে ব্যাটিং প্রস্তুতি চালাচ্ছিলেন ধ্রুব জুরেল। ঋষভ পন্থের জায়গায় আজ যিনি প্রথম একাদশে নামতে চলেছেন।
দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কাই সত্যি হল। ইংল্যান্ড সিরিজের অন্তিম টেস্টে মাঠে নামবেন না জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah to Miss 5th Test)। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের (Workload Management) কারণেই তাঁকে বাদ দেওয়া হচ্ছে। বদলে জায়গা পেতে চলেছেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। টি-২০ ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী টেস্টে জাতীয় দলের জার্সি গায়ে চড়াননি। সবকিছু ঠিক থাকলে ওভালেই অভিষেক হতে চলেছে পাঞ্জাবী পেসারের।
দ্য ওয়াল ব্যুরো:টিম ইন্ডিয়া ইংল্যান্ডে নামার পর পঞ্চাশ দিন কেটে গিয়েছে। দুই দলের চলতি টেস্ট সিরিজ এখন শেষ পর্বে। ৩১ জুলাই থেকে ওভালে শুরু হবে পঞ্চম তথা শেষ টেস্ট (England vs India Fifth Test, Oval
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড বনামভারতের চলতি টেস্ট সিরিজের (England vs India Test Series) চতুর্থ ম্যাচটি ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে ২৩ জুন