দ্য ওয়াল ব্যুরো: ম্যাঞ্চেস্টার টেস্টের (Manchester Test) আগে ভারতীয় শিবিরে (Team India) নতুন করে চোট-আতঙ্ক। অর্শদীপ সিং (Arshdeep Singh) তো আগেই প্র্যাকটিসে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। এবার চতুর্থ টেস্টে অনিশ্চিত আকাশদীপও (Aksh Deep)। লর্ডসে (Lords Test) চোট পাওয়ার পর তাঁকে আর বল হাতে দেখা যায়নি। ফলে ফিটনেস নিয়ে চিন্তা বেড়েছে। আর এসবের তালেগোলে বদলে যাচ্ছে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ঘিরে গোটা পরিকল্পনা।