দ্য ওয়াল ব্যুরো: ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ (Workload Management)। এই একটি শব্দবন্ধ আজকাল মোটামুটি ক্রিকেট জানা লোকজনের মুখে মুখে ঘুরছে। যার আড়ালে রয়েছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় পেসারের কেরিয়ার চোট-আঘাতে জর্জরিত। বর্ডার-গাভাসকর ট্রফিতে (BGT) পিঠে চোট পান। সিডনি টেস্টে মাঠে নামতে পারেননি। আইপিএলে (IPL) ফিরে আসেন। ইংল্যান্ড সফরে (England Series) দলে জায়গা পেলেও আগাম জানিয়ে দেওয়া হয়, বুমরাহ পাঁচের বদলে সর্বোচ্চ তিনটি টেস্ট খেলবেন।