দ্য ওয়াল ব্যুরো: মারাদোনাকে (Maradona) যখন কলকাতায় (Kolkata Messi) নিয়ে আসা হয়, তখন দেশে বিশ্বকাপ (World Cup) বাদ দিয়ে আন্তর্জাতিক ফুটবলের জনপ্রিয়তা ততটা ছিল না। আর এ দেশের ফুটবলের জনপ্রিয়তাও কমছিল। যে কারণে কয়েকজন বিশ্বের তারকা ফুটবলারদের নিয়ে জনপ্রিয়তা ফিরিয়ে আনার একটা প্রকল্প নেওয়া হয়। সেই সূত্রেই যুবভারতীতে (Yuba Bharati) আসেন মারাদোনা।