দ্য ওয়াল ব্যুরো: শনিবার দিনের শুরুটা হয়েছিল যুবভারতীতে বিশৃঙ্খলা দিয়ে। কিন্তু শেষটা ছিল বড়ই মধুর। হায়দরাবাদে কানায় কানায় পূর্ণ রাজীব গান্ধী স্টেডিয়ামে উৎসবের আবহ তৈরি করলেন লিওনেল মেসি(Messi in Hyderabad), লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। অনাবিল হাসি, পায়ের জাদু, পেনাল্টি শ্যুট আউটে গ্যালারি তথা হায়দরাবাদের মন ভরিয়ে দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। ঘটনাচক্রে হায়দরাবাদে এদিন সন্ধ্যার অনুষ্ঠানের উদ্যোক্তাও কিন্তু ছিলেন শতদ্রু দত্ত (Satadru Dutta)। যুবভারতীর বিশৃঙ্খলার জন্য তাঁকে মুখ্যত দায়ী করে গ্রেফতার করা হয়েছে। তবে তাঁর আয়োজনেই মেসিময় হয়ে থাকল হায়দরাবাদ।