দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের আলন্দ বিধানসভা (Karnataka Aland) কেন্দ্র নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi's charge) অভিযোগের জবাব দিল নির্বাচন কমিশন (Election Commission)। জানাল, ভোটার তালিকা (Voter List) থেকে নাম মুছে ফেলার জন্য যে ৬,০১৮টি অনলাইন আবেদন জমা পড়েছিল ২০২২ সালের ডিসেম্বরে, তার মধ্যে তদন্তে মাত্র ২৪টি অভিযোগই সঠিক বলে প্রমাণিত হয়েছে। বাকি ৫,৯৯৪টি আবেদনই ভুয়ো বা ভিত্তিহীন।