দ্য ওয়াল ব্যুরো: চাকরি হারানোর পরে স্কুল সার্ভিস কমিশনের (SSC) কাছে বারবার আবেদন করেও কোনও সাড়া পাননি নদিয়ার শিক্ষিকা নাহিদা সুলতানা। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়ে মিলল সুবিচার। বিচারপতি সৌগত ভট্টাচার্য (Justice Sougata Bhattacharya) নির্দেশ দিয়েছেন, নাহিদা সুলতানাকে ফের আপার প্রাইমারি স্কুলে নিয়োগ করতে হবে এবং স্কুল সার্ভিস কমিশনকে তাঁর কাজে যোগদানের সময়সীমা বাড়িয়ে দিতে হবে।