দ্য ওয়াল ব্যুরো: সদ্য শেষ হওয়া মহিলা বিশ্বকাপের অভূতপূর্ব সাফল্য বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে। মহিলা ক্রিকেটের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে আগামী ওয়ানডে বিশ্বকাপে দল সংখ্যা বাড়ানোর ঘোষণা করেছে আইসিসি। এ বছর বিশ্বকাপে যেখানে আটটি দল অংশ নিয়েছিল, সেখানে ২০২৯ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপে ১০টি দল খেলবে।