দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জয়ের পর ভারতের মহিলা ক্রিকেট দলের জন্য ৫১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। সংস্থার সচিব দেবজিৎ শইকিয়া জানান, এই পুরস্কার দলের সব সদস্য, কোচ এবং সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
দ্য ওয়াল ব্যুরো: ঐতিহাসিক দিন! হরমনপ্রীত কউর নেতৃত্বাধীন ভারতের মহিলা দল প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতে নিল রবিবার। ম্যাচ জেতার পর ট্রফি তুলে দেওয়া হয় প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ ও প্রাক্তন পেসার ঝুলন গোস্বামীর হাতে। দুজনেই আবেগে ভেসে যান সতীর্থদের সামনে।
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপের (Women’s ODI World Cup 2025) ফাইনালে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND W vs SA W)। মেগা ম্যাচের আগে আত্মবিশ্বাসী ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর জানালেন, “ফাইনাল জয়ের আনন্দটা উপভোগ করার জন্যই আমরা তৈরি।”
সেমিফাইনালে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে টিম ইন্ডিয়া পৌঁছেছে ফাইনালে। সেই জয়ের পর থেকেই ফাইনাল নিয়ে উৎসাহ তুঙ্গে।
দ্য ওয়াল ব্যুরো: রবিবার নবী মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মহিলা বিশ্বকাপের (ICC Women’s World Cup 2025) ফাইনালে নামছে দুই দল। এই প্রথমবার ফাইনালে খেলছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, এটি ভারতের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এবার কি ‘উইমেন ইন ব্লু’-র হাতেই উঠবে শিরোপা?
বিশ্লেষকরা মনে করছেন, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ী দলটিকেই অপরিবর্তিত রেখে নামতে পারে ভারত। দেখে নেওয়া যাক সম্ভাব্য ভারতীয় একাদশ—
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের বিশ্বকাপ ফাইনাল (Women's World Cup) ঘিরে দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে। কিন্তু সেই উচ্ছ্বাস এখন বদলে গেছে ক্ষোভে, কারণ সাধারণ দর্শকরা পাচ্ছেন না মাঠে বসে ম্যাচ দেখার সুযোগ। ১৫০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ১ লক্ষ ৩০ হাজার টাকায়, এই অবিশ্বাস্য 'কালোবাজারি' ঘিরে রীতিমতো তোলপাড় ক্রিকেট মহল। টিকিট বিক্রির অব্যবস্থা ও কালোবাজারি ঠেকাতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়েছে আইসিসি (ICC) ও আয়োজক বোর্ড।
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র একটা জয়, তাহলেই ইতিহাস গড়বে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Women’s World Cup 2025 final)। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে নামছে হরমনপ্রীতের (Harmanpreet Kaur) বাহিনী। এই ম্যাচ জিতলেই তাঁদের হাতে উঠবে প্রথম বিশ্বকাপ ট্রফি। তবে শুধু গৌরবই নয়, চ্যাম্পিয়ন হলে অপেক্ষা করছে রেকর্ড পরিমাণ পুরস্কারমূল্যও, যা পুরুষদের বিশ্বকাপের থেকেও বেশি! এই জয়ের সঙ্গে বদলে যেতে পারে ভারতীয় মহিলা ক্রিকেটের অর্থনৈতিক ভবিষ্যৎ।
দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে (Women’s ODI World Cup 2025) এক গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে (IND W vs NZ W) পরাজিত করে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে টিম ইন্ডিয়া ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫৩ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে শেষ চারের আসন কার্যত পাকা করে ফেলেছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পর ভারত চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল।
দ্য ওয়াল ব্যুরো: ম্যাচটা ভারতের হাতেই ছিল। স্কোরবোর্ড তখন ২৯৪/৪। হাতে আরও সাত ওভার। মনে হচ্ছিল ৩৫০ ছুঁয়ে ফেলবে দল। কিন্তু সেখান থেকেই একের পর এক উইকেট পড়ল আর তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং লাইন আপ। শেষ ছ’উইকেট গেল মাত্র ৩৬ রানে! আর সেই বিপর্যয়েই ৩৩১ রানের পাহাড়ও টপকে গেল অস্ট্রেলিয়া (Australia)। তৈরি হল মহিলা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের রেকর্ড।