দ্য ওয়াল ব্যুরো: ৭৯তম স্বাধীনতা দিবসে গেরুয়া-সাদা-সবুজে সেজে উঠেছে রাজভবন। পতাকা উত্তোলনের পর উপস্থিত আমন্ত্রিত অতিথি, বিশিষ্ট নাগরিক এবং রাজভবনের কর্মীদের সামনে সকলকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গর্বের সঙ্গে দেশের বর্তমান স্থিতি ও উন্নতির ছবি তুলে ধরলেন সকলের সামনে।
এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হয় রাজভবনে। রাজ্যপাল সেসব সেরে সাংবাদিকদের মুখোমুখি হন। বলেন, 'হাসছে দেশ। ভারত সকলের কাছে সেরা। বিশ্বের বহু দেশ আজ বিশ্বগুরু হিসেবে এদেশের দিকে তাকিয়ে। দেশ উন্নত হয়েছে, আমূল বদলেছে। এই বদল আজকের দিনে গর্বের।'
#REL