দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই ১৫ অগস্ট (Independence Day)। দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হবে স্বাধীনতা দিবস। তবে এদিন সকালের আলো ফোটার আগেই আজ ১৪ অগস্ট সন্ধ্যা থেকে উদযাপন করা হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। তার আগে বেহালায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী (mamata Banerjee) মনে করালেন ইতিহাস। বিভিন্ন দেশাত্মবোধক গানের কথা মনে করিয়ে দিয়ে জানালেন, আমরা সকলে এদিন গানগুলো আওড়াই বটে, কিন্তু গানের রচয়িতাদের বেমালুম ভুলে যাই। দুটো গানের উদাহরণও দেন তিনি।