দ্য ওয়াল ব্যুরো: বিয়ের অনুষ্ঠান জমে উঠেছিল। গান-বাজনা, হই-হুল্লোড় চলছিল স্বাভাবিক নিয়মেই। হবু বর তৈরি হচ্ছিলেন মঙ্গলসূত্র পরিয়ে পছন্দের নারীকে সারাজীবনের মতো আপন করে নিতে। কিন্তু সেই মঙ্গলসূত্র (Mangalsutra) পরানোর মুহূর্তেই ছন্দপতন। এক নিমেষে সমস্ত উচ্ছ্বাস পরিণত হল বিষাদে। হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে মৃত্যু (Death) হল যুবকের।