দ্য ওয়াল ব্যুরো: হাওড়া পুরসভা চত্বরে গাছ ভেঙে পড়ে দুই কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সকালের এই মর্মান্তিক দুর্ঘটনার পর মৃতদের পরিবারের সঙ্গে কথা বললেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি নিহতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই এই খবর পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।