দ্য ওয়াল ব্যুরো: দেবীপক্ষে ভারী বর্ষণ শহর কলকাতায় (Heavy Rain in Kolkata)। সোমবার রাত থেকেই একটানা বৃষ্টি চলেছে। আর তাতেই জমা জলে ব্যহত জনজীবন। বহু বাড়ির একতলা ভেসে গেছে জলে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে বিভিন্ন এলাকায়। এই পরিস্থিতিতে সতর্ক কলকাতা পুরসভা (KMC)। জল যন্ত্রণার মধ্যে হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়েই পুরসভায় কন্ট্রোল রুমে এলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।