দ্য ওয়াল ব্যুরো: ঠানের বদলাপুরে নাবালিকাকে যৌন নির্যাতনের পর এবার অভিযোগের তালিকায় কান্দিভলি। ১১ বছরের এক ছাত্রকে যৌন নির্যাতনের স্বীকার হতে হল, তাও তার নিজেরই স্কুলের টয়লেটে। ঘটনায় অভিযুক্ত স্কুলের ওই সাফাইকর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
দ্য ওয়াল ব্যুরো:এক বছরের বেশি সময় ধরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে মুম্বইয়ের দাদর থানার পুলিশ। সেন্ট্রাল মুম্বইয়ের ওই স্কুলটি দেশের সেরা পাঁচটি স্কুলের অন্যতম। অভিযোগ, ওই শিক্ষিকা তাঁর ছাত্রকে পাঁচতারা হোটেল সহ বিভিন্ন জায়গায় গিয়ে
দ্য ওয়াল ব্যুরো: গোয়া নয়, পুরনো দল মুম্বইয়ের হয়েই আগামী রঞ্জি ট্রফিতে নামতে চলেছেন যশস্বী জয়সওয়াল। কয়েক মাস আগে, আইপিএল চলছে যখন, সবাইকে অবাক করে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে নো অবজেকশন সার্টিফিকেট দাবি করে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার জানান, তাঁরা সপরিবারে গোয়া চলে যাচ্ছেন। ফলে পরের সিজনে মুম্বইয়ের হতে খেলা তাঁর পক্ষে সম্ভব নয়।
দ্য ওয়াল ব্যুরো: বছর পনেরোর পৃথ্বী শ যখন ক্রিকেটের বড় মঞ্চে আত্মপ্রকাশ করছেন, তখন থেকেই তিনি রীতিমতো চর্চায়। এক হাতে রেকর্ড ভাঙছেন, অন্য হাতে রেকর্ড গড়ছেন। বয়স যখন আঠারো বছর, তখন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের অধিনায়কত্ব অর্জন। দেশকে বিশ্বকাপও জেতান। যার সুবাদে সিনিয়র টিমের হয়ে টেস্টে অভিষেক এবং প্রথম সুযোগেই সেঞ্চুরি!
দ্য ওয়াল ব্যুরো: ১৮৮৩ সাল। বোম্বাই প্রেসিডেন্সির অন্যতম প্রধান শহর কারোয়ার ভ্রমণে যান রবীন্দ্রনাথ। সপরিবার। প্রশস্ত বালুতট, বড় বড় ঝাউবন, প্রাচীন গিরিদুর্গ, গিরিবন্ধুর উপকূলরেখায় মোহময়ী জ্যোৎস্নারাত্রি কবির মনকে প্লাবিত করে। তিনি ঘুরতে ঘুরতে একটি কোয়ার্টজাইট পাথর তুলে নেন। তারপর তাকে হৃদয়ের আকারে কেটে লিখে রাখেন মিতায়তন কবিতা—‘পাষাণ হৃদয় কেটে/ খোদিনু নিজের হাতে/ আর কি মুছিবে লেখা/ অশ্রুবারিধারাপাতে?’
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনাল (আদালত)-এর মুম্বই বেঞ্চের এক আধিকারিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই আধিকারিক ও তাঁর এক সহযোগীকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। অভিযোগ তিনি একটি হোটেলের মালিকানা সংক্রান্ত মামলায় ৩ লক্ষ টাকা নিয়েছেন। তদন্তের স্বার্থে ধৃত দু'জনকেই নিজেদের হেফাজতে নিতে মুম্বইয়ের আদালতের (Mumbai Court) আবেদন জানিয়েছে সিবিআই।