দ্য ওয়াল ব্যুরো: করোনা পুরোপুরি নির্মূল হবে না, এমনই আশঙ্কার কথা জানিয়েছিলেন অনেক বিজ্ঞানী। তা মনে হয় সত্যি হতে চলল। অতিমারির দাপট কি তবে ম্লান হয়েও হয়নি? এ কথা বলার কারণ শুক্রবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের (Covid 19) সংখ্যা প্রায় তিন হাজার ছুঁইছুঁই। যার মধ্যে সবচেয়ে বেশি বাড়বাড়ন্ত কেরলে (Kerala)। তারপরেই রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র (Maharashtra) এবং দিল্লি (Delhi)।