দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদে শনিবারের নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি কলকাতায় (Kolkata)। পার্কস্ট্রিটে বিক্ষোভকারীদের মিছিল আটকায় পুলিশ। সে সময়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের (Kolkata Police) বচসা হওয়ায় শুরু হয় লাঠিচার্জ (Lathicharge)। অভিযোগ, আন্দোলনকারীদের একাধিকজন আহত হয়েছেন পুলিশের মারে। এদিকে পুলিশের দাবি, তারাও আহত হয়েছেন।