দ্য ওয়াল ব্যুরো: 'পুলিশ (Police) তুমি যতই মারো, ডিএ কিন্তু বাকি তোমারো', শনিবার রাতে সোশ্যাল মাধ্যমে এমনই কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
নবান্ন অভিযানের (Nabanna Abhijan) দিন পুলিশের লাঠিচার্জের পরই এই বার্তা। পর্যবেক্ষকদের মতে, বকেয়া মহার্ঘ ভাতার প্রসঙ্গ টেনে কৌশলে পুলিশের মধ্যে ক্ষোভ উসকে দেওয়ার চেষ্টা করেছেন তিনি।