দ্য ওয়াল ব্যুরো: মেয়ের জন্য বিচার চেয়ে পথে নেমেছিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা (RG Kar Victim Parents)। গত শনিবার করেছিলেন নবান্ন অভিযান (Nabanna Abhijan)। কিন্তু সেই অভিযান সফল হয়নি বরং পুলিশ এবং সরকারের বিরুদ্ধে করা তাঁদের বিস্ফোরক সব অভিযোগ ঘিরে এখন রাজ্য-রাজনীতি উত্তাল। বিতর্কের আগুনে আরও ঘি পড়ল কারণ নির্যাতিতার বাবাকে আইনি নোটিস (Legal Notice) পাঠিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)! কেন, তার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন।