উত্তরটা লর্ডস টেস্টের (Lord’s Test) পর হাওয়ায় ঘুরপাক খাচ্ছে। যদিও এর উত্তর যিনি সবচেয়ে ভাল দিতে পারবেন, প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের মতে, তিনি শুভমানের বাবা লখবিন্দর সিং (Lakhwinder Singh)।
পাঞ্জাবের মানুষ। পাঞ্জাবেই জন্ম ও বেড়ে ওঠা। ক্রিকেটার হতে চেয়েছিলেন। কিন্তু হতে পারেননি। সেভাবে সুনাম কুড়োতে ব্যর্থ। তাই দেহমনপ্রাণ ঢেলে ছেলেকে ক্রিকেটার বানাতে ঝাঁপিয়ে পড়েন।
দ্য ওয়াল ব্যুরো: বিগত ১৮ বছরের দিকে তাকালে দেখা যাবে ইংল্যান্ড সফর মানেই ভারতীয় ক্রিকেট দলের কাছে বিভীষিকা। ২০০৭ সালের পর থেকে রানির দেশ থেকে একবারও টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির মতো সফল অধিনায়করাও এই কার্যসিদ্ধি করতে পারেননি। এবার পালা শুভমান গিলের।