দ্য ওয়াল ব্যুরো: মাঠে কিংবদন্তি, মাঠের বাইরে ব্যবসায়ী সাম্রাজ্য—দুই দিক মিলিয়েই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ‘বিলিয়নেয়ার’(Billionaire Footballer) ক্লাবে নাম লেখালেন তিনি। সৌদি প্রো লিগের (Saudi Pro League) ক্লাব আল নাসরের (Al Nassr) সঙ্গে নতুন চুক্তিতেই (Contract Extension 2025) রোনাল্ডোর সম্পদের অঙ্ক ছাড়িয়েছে অবিশ্বাস্য ১.৪ বিলিয়ন মার্কিন ডলার—ভারতীয় মূল্যে প্রায় ১১ হাজার ৪০০ কোটি টাকা!