'শোনো বড় বউ, আমি আগেও বলেছি আবারও বলছি, যার স্বামীর যেমন রোজগার, তার ঘরে ঠিক তেমনি খাওয়া দাওয়া হবে। এরপরেও যদি ছেলে হরলিক্স খেতে চায়, বাজার থেকে কুড়ি পয়সা দিয়ে হরলিক্স বিস্কুট এনে দিও কেমন।'
বিখ্যাত 'ছোট বউ' ছবির আইকনিক সংলাপ। যা এখন সামাজিক মাধ্যমেও বিশাল হিট। যে দজ্জাল শাশুড়ি এই সংলাপ বলেছিলেন তিনি অভিনেত্রী মীনাক্ষী গোস্বামী। ২১ মে ছিল যাঁর জন্মদিন।
বাংলা নাটকে পাশ্চাত্য সভ্যতার হাওয়া এনেছিলেন যে অভিনেত্রী তিনি স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। শুধু বাংলার নয়, তিনি সর্বভারতীয় নাট্যভূমির অসামান্যা অভিনেত্রী। বাংলা থিয়েটার জগতের নাট্যসম্রাজ্ঞী স্বাতীলেখা সেনগুপ্তর আজ জন্মদিন। এই বিশেষ দিনে দ্য ওয়ালে স্বনামধন্য পরিচালক ও জনপ্রিয় অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) স্মৃতিতর্পণ করলেন তাঁর স্বাতীদির।
চারাগাছ থেকে বটবৃক্ষ হতে রোজ জলসিঞ্চন করেন যিনি, তাঁর বড় ভূমিকা থাকে। ঠিক তেমন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprasad Mukherjee) কেরিয়ারে টলিলক্ষ্মী ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) ভূমিকা। 'দ্য ওয়াল'-এ আজ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁর বন্ধু, পথপ্রদর্শক, ঋতুপর্ণা সেনগুপ্ত জানালেন নানা সোনালি গল্প।
দ্য ওয়াল ব্যুরো: পরিচালক পারমিতা মুন্সীর আসন্ন ছবি ‘হেমা মালিনী’ যেন এক অন্য রকম ভালোবাসার গল্প। এই সিনেমার জন্য একটি বিশেষ কবিতা রেকর্ড করলেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় বাচিকশিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়। কবিতাটির নাম ‘হেমা মালিনী’, যেটি নিজেই লিখেছেন পারমিতা নিজেই। কবিতা লেখার সময়েই তাঁর মনে ভেসে উঠেছিল ব্রততীর মুখ— বহু বছরের বন্ধুত্ব, সখ্য, গাঁথা সেই সম্পর্কের টানেই ব্রততীর কাছে আবদার জানিয়েছিলেন পারমিতা, আর ব্রততীও তা ফিরিয়ে দিতে পারেননি।
বাংলা ছবিতে রুচি, বাঙালিয়ানা আর নির্মল আনন্দের সম্ভার এনেছেন যাঁরা, তাঁরা পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। শহরে এখনও রমরমিয়ে চলছে তাঁদের নতুন ছবি 'আমার বস'। বিগত বছরগুলিতে শিবপ্রসাদ-নন্দিতার বেশিরভাগ ছবিতে উল্লেখযোগ্য মুখ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আজ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁর সঙ্গে নানা কাজের সোনালি অভিজ্ঞতা দ্য ওয়াল-এ ভাগ করে নিলেন অপরাজিতা আঢ্য।
বেশ কিছুকাল হল বর্ষীয়ান অভিনেত্রী চিত্রা সেনের পর্দায় দেখা মিলছে না। কঠোর বা কোমল দু ধরনের অভিনয়েই তিনি দর্শক হৃদয় জয় করে নিয়েছেন চিরকাল। কিন্তু পর্দায় তাঁর অনুপস্থিতি, দর্শক মিস করছেন ইদানীং। আজ চিত্রা সেনের একমাত্র নাতি, কৌশিক সেন-রেশমি সেন পুত্র ঋদ্ধি সেনের জন্মদিন। দ্য ওয়াল, নাতির জন্মদিনে ঠাকুমার খোঁজ নিতেই জানতে পারল চিত্রা সেনের বর্তমান অসুস্থ অবস্থার কথা। ভয়ানক অসুস্থ বর্ষীয়সী শিল্পী। একেবারেই শয্যাশায়ী তিনি। হঠাৎ পড়ে গিয়ে কিছুটা সেরিব্রাল অ্যাটাকের শিকার বর্ষীয়ান অভিনেত্রী।
শহরে রমরমিয়ে চলছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের 'আমার বস' ছবি। এই ছবি দেখে নির্মল আনন্দে ভেসে যাচ্ছেন দর্শকরা। ছবির প্রধান আকর্ষণ রাখী গুলজার। জীবনের শেষপ্রান্তেও পর্দা কাঁপাচ্ছেন রাখী। শহর জোড়া রাখী গুলজারের 'আমার বস' ছবির পোস্টার। বহু বছর পর কলকাতায় আবার এলেন রাখী। কিন্তু এতদিন পর রাখীর 'আমার বস' করা হতই না, যদি না লেজেন্ডারি অভিনেত্রী সন্ধ্যা রায় উদ্যোগ নিতেন।
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য ... । বাঙালি বলিউডের যে নায়িকার মুখে পায় সুচিত্রা সেনের প্রতিচ্ছবি, তিনি মাধুরী দীক্ষিত। আজ তাঁর জন্মদিন। আজও তাঁর হাসিতে, চাহনিতে মুগ্ধ আসমুদ্রহিমাচল। বলিউডের বহু অভিনেত্রী টালিগঞ্জ পাড়ায় এসে বাংলা ছবি করেছেন। কিন্তু মাধুরী দীক্ষিত কখনও বাংলা ছবি করেননি। তবে নয়ের দশকের শেষ ভাগে বড় খবর হয়েছিল, মাধুরী দীক্ষিত কলকাতা আসছেন বাংলা ছবি করতে।