দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের বাইরে গেলে তাঁর সঙ্গে যায় পুরোদস্তুর রান্নাঘর ও রুশ রাঁধুনিদের লস্কর। বৃহস্পতিবার সন্ধ্যায় রুশ প্রেসিডেন্টের আইএল-৯৬ বিমান যখন দিল্লিতে নামবে তখন তাতে করেই আসবে রাশিয়ান টিভোরোগ (চিজ), রাশিয়ান আইসক্রিম এবং সেদেশের বোতলের জল। এসবই ওই বিমানের পৃথক একটি কম্পার্টমেন্টে করে বেঁধেছেদে আনা হবে।