দ্য ওয়াল ব্যুরো: কলকাতা, হায়দরাবাদ ও মুম্বই— তিন শহর পরিক্রমা শেষে সোমবার দিল্লিতে (Delhi News) পা রাখতে চলেছেন ফুটবলের (Messi In Delhi) মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। শনিবার কলকাতা থেকে শুরু হওয়া তাঁর ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া ২০২৫’-এর শেষ পর্ব হবে রাজধানীতে।