দ্য ওয়াল ব্যুরো: গত ১৩ ডিসেম্বর এ রাজ্যের ফুটবল ইতিহাসে এক কালো দিন। হাজার হাজার ভক্তের মেসিকে দেখতে না পাওয়ার হাহাকার, মাঠ জুড়ে ভাঙচুর, সেলফি তোলার ধুম, ফুটবল কিংবদন্তীর মাঠ ছেড়ে চলে যাওয়ার ঘটনায় মানুষের মনে ক্ষোভ এখনও কমেনি। গ্রেফতার হয়েছেন প্রধান আয়োজন শতদ্রু দত্ত। তবে মানুষের রাগ গিয়ে পড়েছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের উপর। শুভশ্রী সে দিন মাঠে উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করতেই হাজির ছিলেন তিনি। আর তা নিয়েই সামাজিক মাধ্যম জুড়ে একাধিক মিম। চলছে নায়িকাকে ঘিরে কাটাছেঁড়া।