দ্য ওয়াল ব্যুরো: দুর্গা পুজোর (Durga Puja) আর মাত্র কদিন বাকি। তার আগেই খাদ্যরসিক বাঙালির (Bengaliees) জন্য সুখবর। বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ (Hilsa Fish) এসে পৌঁছল কলকাতায় (Kolkata)। বুধবার গভীর রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি একাধিক ট্রাক ঢোকে হাওড়া স্টেশন সংলগ্ন পাইকারি মাছ বাজারে। আর আজ ভোর থেকেই সেই মাছ সংগ্রহে নেমে পড়েন শহর ও হাওড়ার খুচরো ব্যবসায়ীরা।