দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে বর্ষার দাপট আরও বাড়ছে। ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত এবং পূর্ব-পশ্চিম অক্ষরেখার প্রভাবে ফের একবার বৃষ্টির দাপট বাড়ছে দক্ষিণ ও উত্তরবঙ্গ জুড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়ে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।