দ্য ওয়াল ব্যুরো: গত তিন সপ্তাহে দেশে ১৬ জন বি এল (BLO) মারা গিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এই পরিসংখ্যান তুলে ধরে অভিযোগ করেছেন দেশে ভোটার তালিকা (Voter List) সংশোধনের নামে বিএলও'দের উপর নিপীড়ন, নির্যাতন চলছে।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল একটি হিন্দি দৈনিককে প্রকাশিত খবরকে উদ্ধৃত করে এক হ্যান্ডেলে লিখেছেন, যা চলছে তা একপ্রকার আরোপিত অত্যাচার। বিএলও'রা (BLO) এত কাজের বোঝা বইতে পারছেন না।