দ্য ওয়াল ব্যুরো: নিজের রাজনৈতিক জীবনের শুরুর দিককার কথা নিয়ে গল্প করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানালেন, কীভাবে পরিবারে দুই বিপরীত রাজনৈতিক বিশ্বাসের প্রভাব থেকেও তিনি বিজেপি-র সঙ্গে যুক্ত হয়েছিলেন। জানালেন, তাঁর বাবা ছিলেন কংগ্রেস সমর্থক, আর মা ছিলেন আরএসএস ঘরানার। এই দুই মেরুর মধ্যেই বড় হয়েছেন তিনি।