দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বিজয়া দশমীতে নাগপুরে শতবর্ষ উদযাপন নিয়ে ব্যস্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব। এমন দিনেই আরএসএস এবং বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন রাহুল গান্ধী। তাঁর কথায়, বিজেপি-আরএসএসের আদর্শের মূলে রয়েছে কাপুরুষতা। রাহুল বলেছেন বিজেপি-আরএসএস দুর্বলদের আঘাত করে শক্তিশালীদের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলে।
দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেন (Britain) আর আমেরিকার (America) পর এ বার দক্ষিণ আমেরিকা সফরে গিয়েও কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বৃহস্পতিবার কলম্বিয়ার ইআইএ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশে বক্তৃতায় তিনি অভিযোগ করলেন, আজকের ভারতের সবচেয়ে বড় সংকট হল গণতন্ত্রের ওপর নিরবচ্ছিন্ন আঘাত।
রাহুলের কথায়, “ভারত বহু ভাষা, সংস্কৃতি আর ধর্মের দেশ। প্রকৃত গণতন্ত্র মানে সব কিছুর জন্য সমান জায়গা তৈরি করা। অথচ বর্তমানে সেই গণতান্ত্রিক কাঠামো চারদিক থেকে আক্রমণের মুখে পড়েছে।”
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের এশিয়া কাপ (Asia Cup 2025) জয়কে কেন্দ্র করে ফের সরব বিজেপি (BJP)। পাকিস্তানকে (Pakistan) হারিয়ে কাপ ঘরে তুললেও কংগ্রেসের (Congress) তরফে শুভেচ্ছা না জানানোয় তীব্র সমালোচনার মুখে পড়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi) ও তাঁর দল। হাত শিবিরকে পাকিস্তানের 'বি টিম' (B-Team) বলে কটাক্ষ করা হচ্ছে।
সোমবার বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, “রাহুল গান্ধী নাকি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের (Asim Munir) সেরা বন্ধু। তাই ভারতের জয়ও কংগ্রেস জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান করছে।”
দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীকে (Rahul Gandhi) হত্যার হুমকি দিয়েছেন কেরলে বিজেপির এক মুখপাত্র। টেলিভিশন চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে বিজেপি নেতা তথা মুখপাত্র বলেন, লাদাখে রাহুল গান্ধীর বুকে গুলি করা হবে।
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শনিবার অভিযোগ করেছেন কংগ্রেস (Congress) কেন্দ্রে সরকার পরিচালনার সময় নানাভাবে দেশকে লুট করছে। প্রধানমন্ত্রীর কথায়, শতাব্দী প্রাচীন দলটি লুটতরাজের কিছু বাকি রাখেনি।
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের শাজাপুরে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বিজেপি নেতা ও রাজ্যের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তিনি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সম্পর্ককে টেনে নাম না করে আক্রমণ করে বলেন, 'আমাদের বিরোধী নেতারা খোলা রাস্তায় নিজেদের বোনকে চুম্বন করেন। এটি শিক্ষা ও সংস্কৃতির অভাব, বিদেশি সংস্কৃতি।'
দ্য ওয়াল ব্যুরো: কেরলের ওয়ানাড জেলার কংগ্রেস সভাপতি (District Congress President of Wayanad, Kerala resigned) এনডি আপ্পাচান বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, পদ ছেড়ে দিয়েছি। ইস্তফার কারণ বলব না।
দ্য ওয়াল ব্যুরো: দেবীপক্ষের শুরুতেই রবিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, নতুন জিএসটি সংস্কার হল এক ঐতিহাসিক পদক্ষেপ। সোমবার থেকেই শুরু হবে ‘জিএসটি সাশ্রয় উৎসব’, যেখানে অধিকাংশ প্রয়োজনীয় পণ্যে কর কমানো হবে, করস্ল্যাব কার্যত ৫% ও ১৮%-এ সীমাবদ্ধ থাকবে। শুধু তা নয়, মোদী দেশবাসীকে আহ্বাণ জানিয়েছেন স্বদেশি পণ্যের প্রতি আস্থা রাখতে এবং আত্মনির্ভর ভারতের পথে হাঁটতে।