দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনার দায় ঝেড়ে ফেলে বিরাট কোহলির ঘাড়ে দোষ চাপানোয় কর্নাটক সরকারকে একহাত নিল বিজেপি। বৃহস্পতিবার বিজেপি কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে তুলোধনা করে পদপিষ্টের ঘটনায়। বিশেষত রাজ্য সরকার বিশাল জমায়েতে বিশৃঙ্খলার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দায়ী করায় বেজায় চটেছে বিরোধী দল।