দ্য ওয়াল ব্যুরো: ভারতের সংস্কারমুখী অর্থনীতির নিঃশব্দ রূপকার পিভি নরসিমা রাও। পুরো নাম পি আমুলাপর্তি বেঙ্কট নরসিমা রাও। বর্তমানে তেলঙ্গানা, তৎকালীন হায়দরাবাদ রাজ্যের একটি ছোট্ট গ্রামে তেলুগু নিয়োগী ব্রাহ্মণ পরিবারে জন্ম। যিনি দেশের সবথেকে গুরুত্বপূর্ণ অথচ প্রচারবিমুখ প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। স্বাধীনতোত্তর ভারত পরবর্তী ও আধুনিকোত্তর ভারতের পূর্ববর