দ্য ওয়াল ব্যুরো: চুঁচুড়া থেকে পুরী হয়ে কন্যাকুমারী। তারপর রামেশ্বরম থেকে জল নিয়ে এসে ষন্ডেশ্বর মন্দিরে শিবের মাথায় ঢালতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন চুঁচুড়ার যুবক। ৩ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে, পরিবেশ সচেতনতার বার্তা দেবেন চুঁচুড়ার শুভজিৎ।
ছোট্ট চায়ের দোকান রয়েছে শুভজিৎ দাসের। ২৬ বছরের এই যুবক সাধারণ মানুষকে সবুজ বাঁচানোর বার্তা দেন। এবার এই বার্তা দিতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন ভারত ভ্রমণের উদ্দেশে। লক্ষ্য একটাই। তিনি ভারতের বিভিন্ন শহরে, গ্রামে, গঞ্জে ঘুরে গাছ লাগানোর বার্তা দেবেন। এটা করতে গিয়ে নিজের সমস্ত পুঁজি ইতিমধ্যে ব্যয় করে ফেলেছেন শুভজিৎ।
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন,গত লোকসভা নির্বাচনে যেসব এলাকায় ফল খারাপ হয়েছে সেখানে চেয়ারম্যান বদল করা হবে। পূর্ব বর্ধমানের কয়েকটি পুরসভার চেয়ারম্যান বদলের পর হুগলির দুটি পুরসভার চেয়ারম্যানকেও দলের তরফে নোটিস ধরানো হল।
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চন্দননগর রেল স্টেশনের পশ্চিম দিকে বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো হয়। গঙ্গা কিন্তু পূর্বদিকে। তাই পশ্চিমপারের এই সমস্ত প্রতিমা বিসর্জন দিতে নিয়ে যাওয়ার সময় প্রতিবারই সমস্যায় পড়তে হয় পুজো কমিটিগুলিকে। কারণ প্রতিমার আকৃতি বিরাট হওয়ায় চন্দননগর স্টেশনের সাবওয়ে দিয়ে তা নিয়ে যাওয়া যায় না। তখন একটাই পথ, ট্রেন থামিয়ে প্রতিমা রেললাইন পার করানো। এ বারও সেই পথেই হাঁটল পুজো কমিটিগুলি।
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ছট পুজোর রাতে বৈদ্যবাটিতে বোমা মারার অভিযোগে চারজনকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ। পরে জানা গেল, প্রেমিকার সঙ্গে দেখা করতে ইউটিউব দেখে বোম তৈরি করেছিল প্রেমিক। বন্ধুদের নিয়ে বোম ফাটিয়ে গা ঢাকা দেয়।
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: জগদ্ধাত্রী পুজো হয় মসজিদ কমিটির জায়গায়। হিন্দু-মুসলিম-খ্রীস্টান মহিলারা সারা বছর পুজোর জন্য টাকা জমান। চন্দননগর পাদ্রী পাড়ায় জগদ্ধাত্রীর আরাধনা যেন সর্বার্থেই সবার উৎসব। মসজিদ কমিটির সম্পাদক ইমতিয়াজ হোসেন জগদ্ধাত্রী পুজোরও (Jagadhartri Puja 2025) সহ সম্পাদক। এবছর প্রতিমার খরচ বহন করেছেন তিনি। চাঁদা তোলা থেকে ভোগের দায়িত্ব স্বপন, গৌতমদের সঙ্গে সমানভাবে ভাগ করে নিয়েছেন জোসেফ,অ্যানারা।
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: লরির ধাক্কায় মুছে গেল দেড়শো বছরের ইতিহাস। শতাব্দী প্রাচীন বাতিস্তম্ভ ভেঙে দেওয়ায় উত্তেজনা ছড়াল কোন্নগরে। কোন্নগর ক্রাইপার রোডে তিন বাতির মোড়ে ছিল প্রায় দেড়শো বছরের পুরোনো একটি বাতিস্তম্ভ। বৃটিশ আমলে সব থেকে পুরোনো নাটকের দল ফ্রেন্ডস ড্রামাটিক ইউনিয়নের স্মৃতিতে তৈরি হয়েছিল এই স্তম্ভ।
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে রবিবার বেশি রাতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বছর ৩৫ এর এক মহিলাকে। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মামার বাড়ি থেকে বেরিয়ে এক সপ্তাহ ধরে নিখোঁজ ক্লাস টেনের ছাত্রী। খুঁজে দিতে সমাজমাধ্যমে আবেদন জানালেন পরিবারের সদস্যরা। চন্দননগর থানায় মিসিং ডায়রিও করা হয়েছে। দুশ্চিন্তায় বৃদ্ধ দাদু-দিদা।
মাস সাতেকের মধ্যে মা বাবার মৃত্যুর পর গত কয়েকমাস ধরে চন্দননগরের কাঁটাপুকুরে মামার বাড়িতে থাকছিল বছর পনেরোর ওই কিশোরী। ইমামবাড়ার কাছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস টেনের ছাত্রী সে। এবছর তার বোর্ড পরীক্ষা দেওয়ার কথা।
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: উত্তরপাড়ার নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধারকে নোড়া দিয়ে থেঁতলে খুনের ঘটনায় মূল অভিযুক্ত স্বপন বারুইকে গ্রেফতার করল পুলিশ। ধৃত স্বপনের বিরুদ্ধে প্রায় ৩০টি অপরাধের মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। রয়েছে একাধিক খুনের অভিযোগও।