দ্য ওয়াল ব্যুরো, হুগলি: খুনই করা হয়েছে যুগলকে! বৈদ্যবাটি যুগলের রহস্য মৃত্যুর কিনারা করে জানালো পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুজনকে। ধৃতদের শুক্রবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।
বৃহস্পতিবার ভোর রাতে হুগলির বৈদ্যবাটিতে রহস্যজনক মৃত্যু হয় যুগলের! মৃতদের নাম মনীশ ভাদুড়ি(৩৫) ও অপর্ণা মাঝি(৩২)। রাত তিনটে নাগাদ তাদের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর থানার পুলিশ।বৈদ্যবাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তারা। বৈদ্যবাটি রাজার বাগানে মনীশের বাড়ি আছে। তবে ৬ বছর ধরে সীতারামবাগানে ভাড়া ছিলেন দুজনে।
#REL