দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সাবেক ফরাসডাঙা একসময় শুধু শিল্প-সংস্কৃতির আঁতুরঘরই নয়, ছিল বিপ্লবীদের আঁতুড়ঘরও। ব্রিটিশবিরোধী সংগ্রামের আগুন একসময় দাউদাউ করে জ্বলেছিল এই শহরের গলিপথে। রাসবিহারী বসু, কানাইলাল দত্ত, মাখনলাল ঘোষাল, এঁদের শৈশব ও তরুণ বয়স কেটেছে চন্দননগরের বুকেই। গড়ে উঠেছিল অনুশীলন সমিতির মতো একাধিক গুপ্ত সংগঠন, যেখানে রাতের অন্ধকারে গোপনে চলত ট্রেনিং, অস্ত্রের মহড়া আর স্বাধীনতার পথের খোঁজ। সেই ইতিহাস আজ অনেকটাই বিস্মৃত। এই অসংখ্য বিস্মৃত ইতিহাস, ধ্বংস হতে থাকা নথি, আর স্বাধীনতা সংগ্রামের বহু অজানা অধ্যায়— এগুলোকে সংরক্ষণ ও একত্রিত করার প্রয়াসে শনিবার চন্দননগরে এলেন প্র