দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের পুলিশ (WBP) তৃণমূল কংগ্রেস সরকারের (TMC Govt) দাস - বিজেপির (BJP) তরফে এমন অভিযোগ নতুন নয়। তবে এই অভিযোগকেই সামনে রেখে পুলিশকে নিয়ে যে দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) করলেন তা নিয়ে এখন চর্চা তুঙ্গে। তাঁর স্পষ্ট কথা, ভোটের কাজে এ রাজ্যের পুলিশকে রাখা যাবে না! এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে (ECI) ইতিমধ্যে জানিয়েছেন বলেও জানান শুভেন্দু।