দ্য ওয়াল ব্যুরো: এসসি-এসটিদের (SC-ST) শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণ ছিল। কিন্তু তাদের বঞ্চিত করে ৬ লক্ষ সরকারি কর্মসংস্থানের পদের অবলুপ্তি ঘটিয়ে অর্থের বিনিময়ে দলীয় ক্যাডারদের চুক্তিভিত্তিক চাকরি দিয়েছে রাজ্যের তৃণমূল সরকার (TMC Govt)। শনিবার বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি তাদের বোঝালেন, কীভাবে তৃণমূল 'ল্যান্ড জিহাদ'-এর (Land Jihad) মাধ্যমে অধিকার কেড়ে নিচ্ছে।