দ্য ওয়াল ব্যুরো: তিন বছরের বিরতির পর বড়পর্দায় ফিরলেন কাজল। প্রত্যাবর্তন ঘটেছে একেবারে ভিন্ন ঘরানার ছবিতে—'মা'। বিশাল ফুরিয়া পরিচালিত এই পৌরাণিক হরর থ্রিলারে এক মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। মুক্তির প্রথম দিনেই ছবিটি ঘরে তুলেছে সম্মানজনক অঙ্ক। স্যাকনিলকের প্রাথমিক হিসাব অনুযায়ী, ‘মা’ মুক্তির দিনে আয় করেছে প্রায় ৪.১৫ কোটি টাকা। বলিউডে এখনও খুব একটা প্রতিষ্ঠিত নয় এমন ঘরানার ছবির জন্য এই অঙ্ক যথেষ্ট আশাব্যঞ্জক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।