দ্য ওয়াল ব্যুরো: এভারগ্রিন অভিনেত্রী কাজল এবার ফিরছেন একেবারে নতুন রূপে—এমন এক অবতারে, যা আগে কখনো দেখা যায়নি! এবার তিনি পা রাখছেন হরর জঁরার দুনিয়ায়। ছবির নাম ‘মা’—একাধারে রক্ষাকর্ত্রী, আবার প্রয়োজন হলে ধ্বংসের দেবী। দেবগন ফিল্মস এবং জিও স্টুডিওসের প্রযোজনায় নির্মিত এই মিথোলজিক্যাল হরর ছবিটি পরিচালনা করেছেন হরর ঘরানার বিশেষজ্ঞ বিশাল ফুরিয়া।