দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Election Result) জমজমাট লড়াইয়ের পর শুক্রবার রাজ্যে এনডিএ ঝড় ধুয়ে দিয়েছে মহাগঠবন্ধনকে (MGB)। ২৪৩ আসনের মধ্যে ২০২টিতে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিজেপি-জেডিইউ জোট (BJP-JDU)। বিজেপি ৮৯টি আসন জিতে একক বৃহত্তম দল, আর নীতীশ কুমার (Nitish Kumar Cabinet) নেতৃত্বাধীন জেডিইউ পেয়েছে ৮৫টি।
এনডিএ-র সঙ্গী দলগুলিরও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) পেয়েছে ১৯টি আসন। হামস (সেক্যুলার) পেয়েছে ৫টি, আর উপেন্দ্র কুশওয়ার রাষ্ট্রীয় লোক মোর্চা দখল করেছে ৪টি কেন্দ্র।
#REL